Blog

  • ফরিদপুরে এবারের পুজা হবে শান্তিপুর্ন : পুলিশ সুপার আব্দুল জলিল

    ফরিদপুরে এবারের পুজা হবে শান্তিপুর্ন : পুলিশ সুপার আব্দুল জলিল

    ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ‌ সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

    ফরিদপুরে শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ‌ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ‌ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়‌ পূজা উপলক্ষে ‌ ফরিদপুরের ‌ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ইতোমধ্যে ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌ অব্যাহত থাকবে ‌। একই সাথে ‌ প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌ সিসিটিভির আওতায় আনা হয় ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    পূজা চলাকালীন অবস্থায় ‌ যেন ‌ ইভটিজিং ‌ কিশোর গ্যাং এর তৎপরতা ‌ বৃদ্ধি না পায় ‌‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। তাছাড়া ‌ পূজা উপলক্ষে ‌ এক সপ্তাহ মদের দোকানগুলো ‌ বন্ধ রাখা হবে,

    ডিজে পার্টি করা যাবে না ‌ এবং ‌ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌ পুজোর গান ‌‌ পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। পুজোতে ‌ গুজব ‌ সৃষ্টি করে

    যেন কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    পূজা চলাকালে ‌ গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সব সময় ‌ পুলিশি টহল ‌ ‌ ব্যবস্থা থাকবে ‌ এবং পেট্রোলিং টিম কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ‌ বিসর্জন দিতে হবে ‌ এর বাইরে যাওয়া যাবে না । পূজা উপলক্ষে ‌‌ শহরে যাতে কোন যানজট ‌সৃষ্টি না হয় ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে।

    সভায় জানানো হয় ‌ ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। আর তাই ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ‌ সবাইকে একসাথে এগিয়ে ‌ আসতে হবে ‌। এ সময় ‌ বিগত দিনের মতো এবারেও ‌ শারদীয় দুর্গাপূজা সফল করতে ‌ সাংবাদিকদের

     

  • ফরিদপুরে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

    ফরিদপুরে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

    ফরিদপুরে দোনালা বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে ফরিদপুর সেনাক্যাম্পের একটি দল ও ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ। আটক হওয়া সেচ্ছাসেবক দলের নেতার নাম মাহফুজুর রহমান সবুজ (৩৯)। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। মাহফুজুর রহমান ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়া ছেলে।

     

    গতকাল (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। ফরিদপুরের আলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দোনালা বন্দুকসহ তাকে আটক করা হয়।

     

    যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মাসুদুর রহমান সবুজের আলিপুর বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

     

    কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোকালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     

    ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন এ খবরটি জানতে পেরেছেন তবে ঘটনার বিস্তারিত তার জানা নেই।

     

    তিনি বলেন, ‘মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থাকে পরিচালিত হয় । এ ব্যাপারে কোনো সাংগঠনিক ভূমিকা রাখার ব্যাপার থাকলে তার কেন্দ্র গ্রহণ করবে।’

  • ১৪ ই সেপ্টেম্বর রবিবার থেকে আবারও দক্ষিণ বঙ্গের ২১ জেলার রেলসহ সকল যানবাহন পদ্মা সেতু হয়ে চলাচলে অবরোধের ঘোষণা।

    ১৪ ই সেপ্টেম্বর রবিবার থেকে আবারও দক্ষিণ বঙ্গের ২১ জেলার রেলসহ সকল যানবাহন পদ্মা সেতু হয়ে চলাচলে অবরোধের ঘোষণা।

    প্রতিবেদক এস এম বাবলু

    সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী সংসদীয় আসনে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে অবরোধ-বিক্ষোভে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। গত চার দিনে সকাল-সন্ধ্যা লাগাতার অবরোধে সেই চিত্র ফুটে উঠেছে। তবে আগামীকাল শুক্রবার ও শনিবার দুই দিন স্থগিতের কথা জানিয়ে আগামী রবিবার থেকে পুনরায় লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

     

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক মিয়া। এর আগে চতুর্থ দিন ও টানা তৃতীয় দিনেও আজ সকাল ৭টা থেকেই ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক, এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। এ ছাড়া ঢাকা-খুলনা-বেনাপোল রেলপথ অবরোধ করা হয়। এসব সড়কে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে, তাঁবু টানিয়ে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়েন এসব সড়ক ও রেলপথের যাত্রীরা।

     

     

    গত ৪ আগস্ট নির্বাচন কমিশন ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী ফরিদপুর-৪-এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে পরের দিন শুক্রবার আকস্মিকভাবে অবরোধ করা হয়, দিনভর প্রশাসন চেষ্টা করলে অনড় থাকে বিক্ষুব্ধরা। পরে ওই দিন স্থানীয় প্রশাসনের আশ্বাসে সোমবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। এরপরেই মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অবরোধ করা হয়।

     

    সরেজমিনে ঘুরে দেখা যায়, এদিন মহাসড়কগুলোর দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে থাকে। আটকে দেওয়া হয় জরুরি ওষুধের পরিবহনসহ খাদ্যপণ্য ও কুরিয়ার সার্ভিসের গাড়ি। এমনকি ঢাকা থেকে ফিরে আসা অ্যাম্বুলেন্সে রোগী না থাকায়ও আটকে দেয় বিক্ষুব্ধরা, অনেকে চড়াও হোন অ্যাম্বুলেন্সের চালকদের ওপর। এছাড়া জরুরি কাজে ঢাকায় যাওয়া যাত্রী ও ঢাকা থেকে দক্ষিণবঙ্গে গন্তব্যের মানুষগুলোর ভোগান্তির যেন শেষ নেই। মাইলের পর মাইল পায়ে হাঁটতে হচ্ছে তাদের, অতিরিক্ত ভাড়াও গুনতে হয় এসব যাত্রীদের।

     

    গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ

     

    পাবনা থেকে কাজের উদ্দেশে বরিশালে যাচ্ছিলেন মোল্যা রহিম নামে এক ব্যক্তি। অবরোধকৃত ১০ কিলোমিটার পথ পায়ে হাঁটতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘দ্বিগুণ ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গাড়িতে যাওয়া লাগতেছে। ৮০০ টাকা নিয়ে বের হয়েছিলাম, ৫০০ টাকা শেষ।’

     

    জরুরি কাজে ঢাকা শিক্ষা বোর্ডে গিয়েছিলেন ফরিদপুর সদরের কমলাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস। ফেরার পথে ভোগান্তিতে পড়েন তিনিও। সোনালী বেগম নামে অপর এক যাত্রী আক্ষেপ করে বলেন, ‘ভাড়াও নিয়েছে বেশি, হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল।’

     

    এদিকে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে থাকে অসংখ্য ট্রাক, লরি, কার্গো, পিকআপভ্যান। আটকে পড়া বেশিরভাগ গাড়ির চালক অবরোধের বিষয়ে জানেন না। পটুয়াখালী থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন জুয়েল খান। তিনি বলেন, ‘গাড়ির লোড বেশি হওয়ায় অন্য জায়গা দিয়ে যেতেও পারি নাই, বাধ্য হয়ে বসে আছি। ওনারা আন্দোলন করতেছে, আমরা ভুগতেছি। গাড়ি আটকায় রাইখ্যা এগুলো কী।’

     

    এই সমস্যার আশু সমাধানের দাবি করে আক্ষেপ জানান পরিবহন মালিক নেতারাও। ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘অবরোধ থাকায় ফরিদপুর থেকে কোনও বাস পদ্মা সেতু হয়ে যাচ্ছে না। কয়েকদিন যাবৎ ঠিকমতো সড়কে বাস নামাতে পারি নাই। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি আমরাও ভোগান্তিতে আছি। দ্রুতই সমস্যাসমাধান প্রয়োজন।’

     

     

    জানতে চাইলে ফরিদপুর ট্রাক মালিক সমিতির নেতা ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহিন চৌধুরী বলেন, ভাঙ্গা আমাদের মূল পয়েন্ট। এই পয়েন্ট ছাড়া বিকল্প নেই। অবরোধের কারণে আমাদের সকল গাড়িসহ তেলবাহী লরিও ঠিকমতো চলছে না। আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনারের কাছে এ সমস্যা নিরসনে আশু হস্তক্ষেপ কামনা করি।’

     

    রেলপথ অবরোধে ভোগান্তি বেড়ে দ্বিগুণ

     

    এদিকে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধে বেড়ে যায় ভোগান্তি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গা কৈডুবি সদরদি এলাকার ঢাকা-খুলনা-বেনাপোলের ৮১ নম্বর রেলক্রসিংয়ে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে ঢাকাগামী ট্রেন আটকে যাওয়ায় দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

     

    স্কুল বন্ধ রেখে সড়কে শিশুরা

     

    এদিকে বিভিন্ন সড়কে লাঠি হাতে দেখা যায় শিশুদেরও। যাদের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় কথা হয় এমন কয়েকজন শিশুর সঙ্গে। তাদের মধ্যে কেউ হামিরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, কেউ আবার হামিরদি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা জানায়- আন্দোলন হচ্ছে তাই স্কুলে যাইনি, ক্লাসও হয় না।

     

    অপরদিকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিলেও আগামীকাল শুক্রবার ও শনিবার স্থগিত করা হয়েছে। আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়ে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে এবং পবিত্র জুমার দিনে মানুষের ভোগান্তি কমাতে শুক্র-শনি বন্ধ থাকবে। এই দুই দিন আমরা সরকার ও নির্বাচন কমিশনের দিকে চেয়ে থাকবো। আমাদের দাবি আদায় না হলে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধ চলবে।’

  • ঢাকার সাথে দক্ষিণ বঙ্গসহ ফরিদপুর খুলনার যোগাযোগ চালু হয়েছে।

    ঢাকার সাথে দক্ষিণ বঙ্গসহ ফরিদপুর খুলনার যোগাযোগ চালু হয়েছে।

    ১২ ঘণ্টা পর ফরিদপুর মহাসড়কে যান চলাচল শুরু

    ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সারাদিন চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধ সন্ধ্যা ৭টার দিকে ১২ ঘণ্টা পর স্থগিত করা হয়।

     

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ফের এ অবরোধ কর্মসূচি শুরু হবে।

     

     

    অবরোধ তুলে নেওয়ার পর ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয় এবং আটকে থাকা যাত্রীরা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও খাবার-পানি ও ভোগান্তির চাপ সামলে অনেকে গন্তব্যে রওয়ানা হন।

     

    এদিকে আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের কথা হলেও তারা মূল দাবি থেকে একটুও সরে আসেননি।

     

     

     

     

    আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা শুধু একটি মানচিত্রের ইউনিয়ন নয়, এটি আমাদের শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রতীক। প্রশাসন যদি ভাবে আমরা নীরবে অন্যায়ের সিদ্ধান্ত মেনে নেব, তবে তারা ভুল করছে। আমরা জানি আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি, তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে আমরা কখনো আপস করব না। প্রয়োজনে দিনের পর দিন রাস্তায় বসে থাকব, স্লোগানে মুখর করব মহাসড়ক।

     

    ১২ ঘণ্টা পর ফরিদপুর মহাসড়কে যান চলাচল শুরু

     

     

     

     

     

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, প্রায় ১২ ঘণ্টা পর তিনটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় স্বাভাবিক হতে সময় লাগবে। আগামীকাল সকাল থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের মাধ্যমে জানতে পেরেছি।

     

     

     

    বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাক পিকআপ মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।

  • ফরিদপুরে চুরি করে গাছ কাটতে গিয়ে গাছচাপায় শ্রমিক নিহত

    ফরিদপুরে চুরি করে গাছ কাটতে গিয়ে গাছচাপায় শ্রমিক নিহত

    ফরিদপুরের বোয়ালমারীতে গাছ চাঁপায় মাসুদ শেখ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। রাতের আঁধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে নিজের কাটা গাছের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

     

    বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের ঘোড়াখালী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ শেখ ভিমপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে।

     

    পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, নিহত মাসুদ শেখ তেমন কোন কাজকর্ম করতেন না। চুরির সাথে জড়িত ছিলেন। ঘটনার রাতে রাস্তার পাশে রেলওয়ের গাছ চুরি করতে যায়। এ সময় গাছের গোড়া কিছু অংশ কেটে প্রায় ৪০ ফুট উচ্চতায় মগডালে উঠে রশি বাঁধতে যায়। তখন গাছসহ নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সাথে থাকা অন্যরা মরদেহ রেখে পালিয়ে যায়।

     

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসনে নাবাব বলেন, মাসুদ শেখ চুরির সাথে জড়িত ছিল। কাজকর্ম করতো না। রাঁতের আঁধারে রেলওেয়ের গাছ চুরি করতে গিয়ে নিজের কাটা গাছসহ নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

     

    এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     

    পিডিএস/এমএইউ

  • ঢাকার সাথে দেশের দক্ষিণ বঙ্গ সহ ফরিদপুর খুলনা র যোগাযোগ বন্ধ

    ঢাকার সাথে দেশের দক্ষিণ বঙ্গ সহ ফরিদপুর খুলনা র যোগাযোগ বন্ধ

    ফরিদপুরে তৃতীয় দিনের মতো সীমানা পূর্ণ বিন্যাস নিয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ শুরু

    রিপোর্ট : এস এম বাবলু দৈনিক মানবাধিকার বার্তা

     

    নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে নির্বাচন কমিশনের সীমানা পূর্ণ বিন্যাস নিয়ে ফরিদপুরে তৃতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে।

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী।

     

    বুধবার ভোর থেকে দুটি ইউনিয়নের সীমানাবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেয়া হয়েছে। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

     

    এ সময় অবরোধকারীরা জানান, গত ১১৮ বছর যাবত আমরা ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত রয়েছি। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলা বাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। নির্বাচন কমিশনের এই ভুল সিদ্ধান্ত থেকে যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে।

     

    এদিকে রাস্তা অবরোধ করার কারণে, দুটি মহাসড়কের দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইনে যানবাহন আটকা পড়ে আছে। অ্যাম্বুলেন্স সহ জরুরী কাজে ব্যবহৃত গাড়িগুলো ছাড়া কোন কিছুই তারা যেতে দিচ্ছেন না।

     

    এ ব্যাপারে ফরিদপুর ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ জানান, দুটি মহাসড়কে রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এখনো বরিশাল মহাসড়কটি যানবাহন চললেও যে পরিস্থিতি দেখছে হয়তো কিছুক্ষণের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। সম্পতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

     

    উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ও গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকার সাথে দক্ষিণবঙ্গের পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা।

  • মধুখালীতে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

    মধুখালীতে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

    রিপোর্ট : এস এম বাবলু দৈনিক মানবাধিকার বার্তা

     

    ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় শনিবার (৬ সেপ্টেম্বার) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করা হয়েছে।

    আটক মাদক ব্যবসায়ীর নাম মুন্না শেখ(২০)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাহারুল ইসলাম বাকার ছেলে।

    মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে মধুখালী থানার এস আই শফিউল্লাহ ও এ এস আই হেল্লা মোল্লা সঙ্গীয় ফোর্সসহ নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রীজের দক্ষিন পার্শ্বে অভিযান পরিচালনা করে মুন্না শেখকে আটক করে তার নিকট হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

  • সোনার হরিণ পেলেন ফরিদপুরে ২৩ জন

    সোনার হরিণ পেলেন ফরিদপুরে ২৩ জন

     

    রিপোর্ট: এস এম বাবলু দৈনিক মানবাধিকার বার্তা।

    অভাবের সংসারের মাহিন্দ্রা চালক বাবার মেয়ে তন্দ্রা আক্তারী (১৮)। একটি সরকারি চাকরি ছিল তাঁর জন্য দুঃসাধ্য। মাহিন্দ্রা চালক বাবার স্বপ্ন পূরণে আর পরিবারের অস্বচ্ছলতার মাঝে তাঁর যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। তাঁর মতো এ বছরে ফরিদপুরে আরও ২২ জন মাত্র ২২০ টাকায় সরকারি ফি’র মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। অস্বচ্ছল পরিবারের বাবা-মায়ের স্বপ্ন পূরণের সারথি যেন প্রত্যেকেই।

    ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা যায়, চলতি মাসে পুলিশের কনস্টেবল পদে ফরিদপুর থেকে ১২১১ জন আবেদন করেন। এরপর প্রতিটি কঠিন ধাপ অতিক্রম করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪৩ জন এবং ২৮ জন উত্তীর্ণ হয়। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন- প্রত্যেকেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

    তাঁদের মধ্যে তন্দ্রা আক্তারী একমাত্র নারী কনস্টেবল হিসেবে নির্বাচিত হয়েছে। সে ফরিদপুর জেলা সদরের ঘনশ্যামপুর গ্রামের তোরাব বিশ্বাসের মেয়ে। তাঁর এমন খবরে হাসি ফুটেছে বাবা-মা সহ আত্মীয়-স্বজন

    দের মুখে।

    আবেগাপ্লুত হয়ে তন্দ্রা আক্তারী বলেন- একজন মাহিন্দ্রা চালকের মেয়ে পুলিশে চাকরি মানে অনেক কিছু। মানুষ বলাবলি করেছিল টাকা ছাড়া পুলিশে চাকরি হবে না। আমার বাবার পক্ষে ৮/১০ লাখ টাকা দিয়ে চাকরি দেয়া সম্ভব ছিল না। কিন্তু আমার যোগ্যতার মূল্যায়ন করা হয়েছে, মাত্র ২২০ টাকার বিনিময়ে চাকরিটা হয়েছে। একজন পুলিশ সদস্য হিসেবে আমার বাবার পাশে দাড়াতে পেরে আমি গর্বিত।

    মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইনসে গিয়ে দেখা যায়, চূড়ান্তভাবে নির্বাচিত ২৩ জন একত্রে জড়ো হয়েছে। এ সময় ট্রাক চালক বাবার ছেলে তামীম মন্ডল চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সে জেলা শহরের রঘুনন্দন এলাকার ট্রাক চালক সুমন মন্ডলের ছেলে। মাত্র ২২০ টাকায় চাকরি হওয়ার ও বাবার অক্লান্ত পরিশ্রমের গল্প তুলে ধরে সে।

    ২৩ জনের মধ্যে অধিকাংশের গল্পটা যেন অভাবের সাথে যুদ্ধ জয়ের। মৌখিক পরীক্ষায় বন্ধুর পোশাক ধার করে অংশগ্রহণ করেছিল সিয়াম মোল্যা। তাঁর বাবা লাবলু মোল্যা পেশায় একজন কৃষি শ্রমিক। অনুভূতি জানিয়ে সিয়াম বলেন- ছোট সময় থেকে স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। বাবার সাথে কৃষি কাজ করে পড়ালেখা করেছি৷ তাই আজ আমার মেধাকে মূল্যায়ন করা হয়েছে, এ সাফল্য আমার বাবার হাত ধরেই পেয়েছি।

    এসব বিষয়ে কথা হয় ফরিদপুরের পুলিশ ট্রেইনি কনস্টেবল পদের নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. আব্দুল জলিলের সাথে।

    তিনি বলেন- পুলিশের নিয়োগে অনেক সময় নানা বিষয় নিয়ে অভিযোগ উঠলেও ফরিদপুরে মেধা, যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। আমরা কারও পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে নিয়োগও দিইনি। যারা নিয়োগ পেয়েছে প্রত্যেকেরই মেধা ও যোগ্যতার অনুসারে দেয়া হয়েছে।

  • বহিস্কার হলেন বিএনপির ফজলুর রহমান

    বিএনপির আলোচিত পাগলা নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ৩ মাসের জন্য দলীয় সব পদ থেকে বহিস্কার করলেন বিএনপি। এ আদেশ এসেছে লন্ডন থেকে সয়ং তারেক রহমানের কাছ থেকেই।