রিপোর্ট : এস এম বাবলু দৈনিক মানবাধিকার বার্তা
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় শনিবার (৬ সেপ্টেম্বার) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীর নাম মুন্না শেখ(২০)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাহারুল ইসলাম বাকার ছেলে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে মধুখালী থানার এস আই শফিউল্লাহ ও এ এস আই হেল্লা মোল্লা সঙ্গীয় ফোর্সসহ নওপাড়া ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমডাঙ্গা ব্রীজের দক্ষিন পার্শ্বে অভিযান পরিচালনা করে মুন্না শেখকে আটক করে তার নিকট হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply