ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়। এ সময় জানানো হয় পূজা উপলক্ষে ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ইতোমধ্যে প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে । একই সাথে প্রত্যেকটা মন্দিরকে যেন সিসিটিভির আওতায় আনা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
পূজা চলাকালীন অবস্থায় যেন ইভটিজিং কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখা হবে। তাছাড়া পূজা উপলক্ষে এক সপ্তাহ মদের দোকানগুলো বন্ধ রাখা হবে,
ডিজে পার্টি করা যাবে না এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সম্পৃক্ত যেমন পুজোর গান পুজো সংশ্লিষ্ট গান পরিবেশন করতে হবে। পুজোতে গুজব সৃষ্টি করে
যেন কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পূজা চলাকালে গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সব সময় পুলিশি টহল ব্যবস্থা থাকবে এবং পেট্রোলিং টিম কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিসর্জন দিতে হবে এর বাইরে যাওয়া যাবে না । পূজা উপলক্ষে শহরে যাতে কোন যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
সভায় জানানো হয় ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। আর তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে । এ সময় বিগত দিনের মতো এবারেও শারদীয় দুর্গাপূজা সফল করতে সাংবাদিকদের
Leave a Reply