ফরিদপুরের বোয়ালমারীতে গাছ চাঁপায় মাসুদ শেখ (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। রাতের আঁধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে নিজের কাটা গাছের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের ঘোড়াখালী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ শেখ ভিমপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, নিহত মাসুদ শেখ তেমন কোন কাজকর্ম করতেন না। চুরির সাথে জড়িত ছিলেন। ঘটনার রাতে রাস্তার পাশে রেলওয়ের গাছ চুরি করতে যায়। এ সময় গাছের গোড়া কিছু অংশ কেটে প্রায় ৪০ ফুট উচ্চতায় মগডালে উঠে রশি বাঁধতে যায়। তখন গাছসহ নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সাথে থাকা অন্যরা মরদেহ রেখে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসনে নাবাব বলেন, মাসুদ শেখ চুরির সাথে জড়িত ছিল। কাজকর্ম করতো না। রাঁতের আঁধারে রেলওেয়ের গাছ চুরি করতে গিয়ে নিজের কাটা গাছসহ নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিডিএস/এমএইউ
Leave a Reply