ফরিদপুরে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

ফরিদপুরে দোনালা বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে ফরিদপুর সেনাক্যাম্পের একটি দল ও ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ। আটক হওয়া সেচ্ছাসেবক দলের নেতার নাম মাহফুজুর রহমান সবুজ (৩৯)। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। মাহফুজুর রহমান ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়া ছেলে।

 

গতকাল (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। ফরিদপুরের আলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দোনালা বন্দুকসহ তাকে আটক করা হয়।

 

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নেতৃত্বে ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মাসুদুর রহমান সবুজের আলিপুর বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোকালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন এ খবরটি জানতে পেরেছেন তবে ঘটনার বিস্তারিত তার জানা নেই।

 

তিনি বলেন, ‘মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থাকে পরিচালিত হয় । এ ব্যাপারে কোনো সাংগঠনিক ভূমিকা রাখার ব্যাপার থাকলে তার কেন্দ্র গ্রহণ করবে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *